কর্পোরেট খাতে অসামান্য অবদানের জন্য ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমানকে ‘বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
সম্প্রতি রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের ষষ্ঠতম আসর ‘লিডারশিপ সামিট ২০২২’ হয়। সেখানে মোট ১৬টি ক্যাটাগরিতে করপোরেট লিডারদের সম্মাননা দেওয়া হয়।
শেখ আমিনুর রহমানের পুরস্কার অর্জনের পেছনে বিশেষ অবদান রেখেছে তাঁর অসামান্য নেতৃত্ব গুণাবলী। বর্তমানে অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর দৈনিক হাজার কোটি টাকার লেনদেন এবং ৬ কোটিরও বেশি গ্রাহকভিত্তি তৈরি ও ব্যবসার প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছেন তিনি।