অনলাইন ডেস্ক
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২২, সিজন-৮। গত রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অ্যাওয়ার্ডের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড আমাদের দেশের কৃষিশিল্পের জন্য একটি মর্যাদাপূর্ণ আয়োজন। এর মূল লক্ষ্য হলো কৃষি খাতে স্বপ্নদর্শী ও উদ্ভাবক-উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাঁদের প্রাপ্য স্বীকৃতি দেওয়া। এ বছর সেরা মেধাবী কৃষিযোদ্ধা পুরুষ এবং সেরা মেধাবী কৃষিযোদ্ধা নারী দুটি নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। এই নতুন বিভাগ দুটি সেই সব কৃষকের জন্য, যাঁরা খুব ছোট পরিসরে তাঁদের কৃষি উদ্যোগ শুরু করলেও তাঁদের কাজের গুরুত্বপূর্ণ প্রভাব নিজ নিজ এলাকায় রাখতে পেরেছেন।
সারা দেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার উদ্দেশ্যে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, সেরা মেধাবী কৃষিযোদ্ধা পুরুষ, সেরা মেধাবী কৃষিযোদ্ধা নারী, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি), জুরি স্পেশাল, প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান-কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি, সেরা প্রতিষ্ঠান-কৃষি সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রপ্তানিকারককে পুরস্কৃত করা হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, চলমান বৈশ্বিক সংকট নতুনভাবে অর্থনৈতিক মন্দার সৃষ্টি করেছে। বাজারমূল্য বেড়েছে অনেকখানি। এ ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও মানসিক দৃঢ়তার প্রয়োজন সবচেয়ে বেশি। আমাদের কৃষক, বিজ্ঞানীরা এত সংকটের ভেতরও কাজ করে যাচ্ছেন, যাতে খাদ্য উৎপাদন ব্যাহত না হয় আর মানুষ যেন কাজ না হারায়। আবারও চ্যানেল আইয়ের সঙ্গে অ্যাগ্রো অ্যাওয়ার্ড নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। কারণ এই কাজ করলে প্রতিবছর শেকড়ের মানুষের খুব কাছাকাছি আসার একটি সুযোগ সৃষ্টি হয়।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমাদের দেশের ১৬ কোটি মানুষ প্রত্যক্ষভাবেই কৃষকের ওপর নির্ভরশীল। তাই কৃষকের অবদান অনস্বীকার্য। তাঁদের সামান্যতম সম্মান করার চেষ্টাটুকু নিতে পেরে প্রতিবছরের মতো এবারও খুব ভালো লাগছে।’
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রকট প্রভাব লক্ষ করা যাচ্ছে সাম্প্রতিক বিশ্বে, যার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও কৃষক। পরিবর্তিত সময়ের কৃষি প্রস্তুতির জন্য চাই গবেষণার প্রতি জোর দেওয়া। কৃষককে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রতিবছর আমরা এসব বিষয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এ বছরও তার ব্যতিক্রম নয়।’