Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

বিজয় দিবসে সাধারণ মানুষকে ৭ জাহাজ দেখার সুযোগ দিল কোস্ট গার্ড

বিজয় দিবসে সাধারণ মানুষকে ৭ জাহাজ দেখার সুযোগ দিল কোস্ট গার্ড
বিজয় দিবসে কোস্ট গার্ডের একটি জাহাজ দেখছেন সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিতে সাতটি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল সোমবার বেলা ২টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত কোস্ট গার্ডের বিভিন্ন জোনে এসব জাহাজ উন্মুক্ত করা হয়।

উন্মুক্ত করা জাহাজগুলো হলো কোস্ট গার্ড ঢাকা জোনের জাহাজ বিসিজিএস পোর্টেগ্রান্ডে (চাঁদপুর লঞ্চঘাট), বিসিজিএস শেটগাং (মুন্সিগঞ্জ লঞ্চঘাট), পূর্ব জোনের বিসিজিএস সৈয়দ নজরুল (পতেঙ্গা, চট্টগ্রাম), বিসিজিএস রূপসী বাংলা (বিসিজি বেইস চট্টগ্রাম), পশ্চিম জোনের বিসিজিএস কামরুজ্জামান (মোংলা), বিসিজিএস অপরাজেয় বাংলা (খুলনা) এবং দক্ষিণ জোনের বিসিজিএস সোনার বাংলা (ইলিশা ঘাট, ভোলা)।

গতকাল বেলা ২টা থেকে জাহাজ পরিদর্শন করতে ওসব এলাকার ও আশপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ আগমন করেন। এতে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।

জাহাজগুলো সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তারা। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জল দস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সবাই খুশি মনে বাড়ি ফিরের। সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক ধারণা প্রকাশ পায়।

মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং শুরু

ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি

বিদেশ ভ্রমণের সময় সর্বোচ্চ মোবাইল খরচ ৩০ হাজার টাকা

টেকসই সরকারি ক্রয় বিষয়ে ব্যাপক সচেতনতার দাবি

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী পুনর্নির্বাচিত

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটসের ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন

অসত্য তথ্যের বিরুদ্ধে অবস্থান এমজিআইয়ের

ঈদ কেনাকাটায় সারার র্যাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা