Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

রেমিট্যান্স সেবা দিতে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ট্যাপ

অনলাইন ডেস্ক

রেমিট্যান্স সেবা দিতে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ট্যাপ

বৈদেশিক রেমিট্যান্স সেবা দিতে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্যাপ ইতিমধ্যে ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি ‘সেটেলমেন্ট অ্যাকাউন্ট’ খুলেছে। এর মাধ্যমে শিগগিরই ডিজিটাল অটোমেশন চালু হবে। এটি চালু হলে বিশ্বের বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে ব্র্যাক ব্যাংকে আসা রেমিট্যান্সের অর্থ ট্যাপের গ্রাহকদের প্রদান করা যাবে। ব্র্যাক ব্যাংক তাৎক্ষণিকভাবে ও সরাসরি রেমিট্যান্স গ্রাহকদের ট্যাপ ওয়ালেটে অর্থ পাঠিয়ে দিতে পারবে। 

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ট্যাপ ও ব্র্যাক ব্যাংক স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে কেওয়াইসি, কাস্টমার ডিউ ডিলিজেন্স (সিডিডি), এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স (ইডিডি) এবং প্রতিটি রেমিট্যান্স লেনদেনের জন্য এএমএল-সিএফটিভিত্তিক স্ক্রিনিং ডিজিটাল মাধ্যমে করা হবে। 

চুক্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, ‘এই সেবা রেমিট্যান্স গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুবিধা দেবে। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখবে।’ 

এই গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অর্থ পাঠাতে পারবেন বলেও জানান তিনি। 

ট্যাপের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘ট্যাপ হচ্ছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান আজিয়াটার একটি সহ-মালিকানা প্রতিষ্ঠান। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান কর্মস্থল। আমরা বিশ্বাস করি, এই নতুন সেবা চালুর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন।’ 

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবা দিতে ট্রাস্ট ব্যাংক ও আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস (এডিএস) যৌথভাবে নতুন কোম্পানি ‘ট্যাপ’ চালু করে। 

রেমিট্যান্স সম্পর্কিত পড়ুন:

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

অফুরন্ত অফারে ঈদ মানেই প্রিমিয়ার ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জন্য ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন!

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’