বিজ্ঞপ্তি
বেসরকারি ক্ষুদ্রঋণ দেওয়া প্রতিষ্ঠান আশা ২০২৩-২৪ অর্থবছরে ৫৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যে নির্ধারণ করেছে। ৭০ লাখ সদস্যের মধ্যে এই ঋণ বিতরণ করা হবে।
গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত আশার ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় ঋণ বিতরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে আশার উদ্বৃত্ত আয় থেকে প্রায় ৯৩ কোটি টাকা সিএসআর (সামাজিক কল্যাণমূলক) কর্মসূচিতে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিএসআর কর্মসূচির মধ্যে রয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ফিজিওথেরাপি, শিক্ষা সহায়তা কর্মসূচি, শিক্ষাবৃত্তি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ এবং অতিদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।
আশা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সভায় আশার প্রেসিডেন্ট মো. আরিফুল হক চৌধুরী বিদায়ী অর্থবছরের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। সভা সঞ্চালনা করেন আশার ইভিপি মো. তৌফিকুল ইসলাম চৌধুরী।