অনলাইন ডেস্ক
অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মডেল ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
গতকাল সোমবার ঢাকার গুলশানে রিমার্ক-হারল্যানের করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ প্রতিষ্ঠানের পক্ষে নুসরাত ফারিয়ার সঙ্গে চুক্তিতে সই করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমদাদুল হক সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলীম শিমুল বলেন, ‘নুসরাত ফারিয়ার মতো প্রতিভাবান শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। নুসরাত ফারিয়ার মতো একজন গুণী এবং জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে সংযুক্তি আমাদের উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান, অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পরীমণি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।
উল্লেখ্য, দেশে অথেনটিক কসমেটিকসের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’, ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী চলছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪ ’। নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। ১০ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনের প্রথম লাখপতি হয়েছেন খাগড়াছড়ি সদরের বেসরকারি ব্যাংক কর্মকর্তা প্রবিকা চাকমা।