স্থানীয় গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ঢাকার প্রগতি সরণিতে একটি শাখা এবং নিকুঞ্জে একটি উপশাখা চালু করেছে। গত মঙ্গলবার (২ আগস্ট) সরণির আইকন সেন্টারে প্রগতি সরণি শাখা এবং জোয়ার সাহারা রোডে নিকুঞ্জ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন।
উদ্বোধনের সময় সেলিম আর এফ হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক সব সময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার কাজ করে যাচ্ছে। ব্র্যাক ব্যাংক স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের সেরা সেবা দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।’