Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল বিমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নতুন নির্দেশনা জারি করেছে। এয়ারলাইনসটি জানিয়েছে, ভ্রমণের সময় যাত্রীরা উড়োজাহাজের অনবোর্ড ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না, পাশাপাশি ব্যক্তিগত ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করাও নিষিদ্ধ।

বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আয়াটা)-এর ‘বিপজ্জনক পণ্যবাহী নীতিমালা’ অনুযায়ী লিথিয়াম ব্যাটারি চালিত পাওয়ার ব্যাংকগুলো বিশেষভাবে সংবেদনশীল, যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই বিমানে এটির ব্যবহার সীমিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই নীতিমালা বাস্তবায়নে সব যাত্রীর সহযোগিতা কামনা করা হয়েছে।

এয়ারলাইনসটি যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন উড়োজাহাজে ওঠার আগে এই নীতিমালা সম্পর্কে সচেতন থাকেন এবং নির্ধারিত বিধিনিষেধ মেনে চলেন।

উল্লেখ্য, বিমানের মতোই আরও কিছু আন্তর্জাতিক এয়ারলাইনস এই বিধিনিষেধ কার্যকর করছে। থাই এয়ারওয়েজ ১৫ মার্চ থেকে একই সিদ্ধান্ত কার্যকর করেছে, আর সিঙ্গাপুর এয়ারলাইনস এটি ১ এপ্রিল থেকে বাস্তবায়ন করবে। নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে বিশ্বের বিভিন্ন এয়ারলাইনস লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত কঠোর নীতি অনুসরণ করছে।

রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ বইয়ের মোড়ক উন্মোচন

সিএসআর উদ্যোগে অনবদ্য ভূমিকায় রেকিট বেনকিজারের ‘লাইজল’

যমুনা রেলসেতুতে বার্জার ও সিএমপির উন্নত কোটিং প্রযুক্তির ব্যবহার

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’

প্রাইম ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

এই ঈদে ২০ হাজার টাকার মধ্যে কিনুন টেকনোর অত্যাধুনিক কিছু স্মার্টফোন

রমজান ও অন্যান্য উৎসব উদ্‌যাপনে ভিসা কার্ডধারীদের জন্য আকর্ষণীয় রিওয়ার্ড ও অফার

যাত্রীদের জন্য উড়োজাহাজে জরুরি মেডিকেল সেবা স্টেশন স্থাপন করছে এমিরেটস

ব্লকচেইন-ভিত্তিক দেশীয় ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম গ্রিন এলসির প্রুফ অব কনসেপ্ট সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক