কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত (এআই) অটোমেশন প্রক্রিয়া চালুর জন্য এআইডব্লিউ ওয়ার্কস-ইন্ডিয়ার সঙ্গে চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। এআইডব্লিউ একটি অত্যাধুনিক প্রযুক্তি কোম্পানি যা আর্থিক প্রতিষ্ঠানের জন্য এআই-ভিত্তিক হাইপার-অটোমেশন সমাধানে বিশেষজ্ঞ।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং এআইডব্লিউ ওয়ার্কসের প্রতিষ্ঠাতা শোহাইব সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় ব্যাংক এশিয়া বিভিন্ন ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সম্পন্ন করতে এআইডব্লিউয়ের অত্যাধুনিক এআই-চালিত সফটওয়্যারের সমাধানগুলোকে কাজে লাগাবে। এআই চালিত সফটওয়্যার ব্যাংকের ব্যবসায়িক প্রক্রিয়ার অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, ত্রুটি হ্রাস ও প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গত ৭ জুন রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম ইকবাল হোছাইন, প্রধান তথ্য কর্মকর্তা হোসাইন আহমেদ, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রধান ডিজিটাল কর্মকর্তা মাহবুব এ আলম এবং ডিওটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরাব আনোয়ার উপস্থিত ছিলেন।