Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

বিআরবি হাসপাতালে বিশ্ব আলঝেইমারস দিবস উদ্‌যাপন

অনলাইন ডেস্ক

বিআরবি হাসপাতালে বিশ্ব আলঝেইমারস দিবস উদ্‌যাপন

রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের আয়োজনে বিশ্ব আলঝেইমারস দিবস-২০২২ উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের পরিচালক জনাব মফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ও বিআরবি হাসপাতালের চিফ কনসালট্যান্ট মেডিকেল অনকোলজিস্ট প্রফেসর ডা. মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম এ বাশার, চিফ কনসালট্যান্ট, মেডিসিন বিভাগ; অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট, কিডনি রোগ বিভাগ; ডা. মোহাম্মদ আফতাব হালিম, কনসালট্যান্ট, নিউরো মেডিসিন বিভাগ; ডা. ইমরান সরকার, কনসালট্যান্ট, নিউরো মেডিসিন বিভাগ।

অনুষ্ঠানে ডিমেনশিয়ার করণীয় নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন নিউরোলজি ও নিউরো ইলেকট্রো ফিজিওলজি বিশেষজ্ঞ ডা. বদরুল ইসলাম (সিনা) এবং আলঝেইমারস সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আজিজুল হক। উপস্থিত ছিলেন বিআরবি হাসপাতালের কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্স, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনলাইনে যুক্ত ছিলেন সুইডেন থেকে ডা. রাইসুল ইসলাম খান ও আয়ারল্যান্ড থেকে অধ্যাপক ইরিসিমা লরি। অনুষ্ঠানে বক্তারা ডিমেনশিয়ার কারণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। 

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

অফুরন্ত অফারে ঈদ মানেই প্রিমিয়ার ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জন্য ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন!

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’