হোম > অর্থনীতি > করপোরেট

দারাজ উৎসবে বিকাশ পেমেন্টে ৩০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ

বিজ্ঞপ্তি

দেশের বৃহত্তম বিক্রয় উৎসব দারাজ ১১.১১-এ শুক্রবার ১১ নভেম্বর কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই মিলবে ১২ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

পাশাপাশি ১২ থেকে ১৫ নভেম্বর বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিটি অফারেই একবার করে ক্যাশব্যাক নিয়ে মোট ৩০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইনজুড়ে।

সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ দেশে পঞ্চমবারের মতো ‘দারাজ ১১.১১’ বিক্রয় উৎসবটির আয়োজন করছে। এই উৎসব উপলক্ষ্যে বিভিন্ন অফারসহ নতুন সব পণ্যের সমাহার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

দারাজের ওয়েবসাইট ও অ্যাপ থেকে পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, প্রসাধনী সামগ্রী, বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ সব ধরনের পণ্যে বিকাশ পেমেন্টে কেনাকাটা করে এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য, সর্বোচ্চ ২০০ টাকার ক্যাশব্যাকটি পেতে গ্রাহককে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। 

দারাজে পণ্য কিনে প্রথমবার বিকাশ পেমেন্টের ক্ষেত্রে পণ্য নির্বাচন করার পর দারাজের অ্যাপ বা ওয়েবসাইটের পেমেন্ট অপশন থেকে বিকাশ নির্বাচন করতে হবে। এরপর বিকাশ নম্বর ও ভেরিফিকেশন কোড দিলেই পেমেন্ট পদ্ধতির তালিকায় বিকাশ যুক্ত হয়ে যাবে। একবার অপশন যুক্ত হয়ে গেলে এরপর থেকে প্রতিবার শুধু বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন