হোম > অর্থনীতি > করপোরেট

দারাজ উৎসবে বিকাশ পেমেন্টে ৩০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ

দেশের বৃহত্তম বিক্রয় উৎসব দারাজ ১১.১১-এ শুক্রবার ১১ নভেম্বর কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই মিলবে ১২ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

পাশাপাশি ১২ থেকে ১৫ নভেম্বর বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিটি অফারেই একবার করে ক্যাশব্যাক নিয়ে মোট ৩০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইনজুড়ে।

সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ দেশে পঞ্চমবারের মতো ‘দারাজ ১১.১১’ বিক্রয় উৎসবটির আয়োজন করছে। এই উৎসব উপলক্ষ্যে বিভিন্ন অফারসহ নতুন সব পণ্যের সমাহার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

দারাজের ওয়েবসাইট ও অ্যাপ থেকে পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, প্রসাধনী সামগ্রী, বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ সব ধরনের পণ্যে বিকাশ পেমেন্টে কেনাকাটা করে এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য, সর্বোচ্চ ২০০ টাকার ক্যাশব্যাকটি পেতে গ্রাহককে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। 

দারাজে পণ্য কিনে প্রথমবার বিকাশ পেমেন্টের ক্ষেত্রে পণ্য নির্বাচন করার পর দারাজের অ্যাপ বা ওয়েবসাইটের পেমেন্ট অপশন থেকে বিকাশ নির্বাচন করতে হবে। এরপর বিকাশ নম্বর ও ভেরিফিকেশন কোড দিলেই পেমেন্ট পদ্ধতির তালিকায় বিকাশ যুক্ত হয়ে যাবে। একবার অপশন যুক্ত হয়ে গেলে এরপর থেকে প্রতিবার শুধু বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন