Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

পাখি পালন ও ভ্লগে ভালো আয় সোহানের

বিজ্ঞপ্তি

পাখি পালন ও ভ্লগে ভালো আয় সোহানের

টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা গ্রামের বাসিন্দা সোহান খান। তিনি পড়াশোনার পাশাপাশি শখের বসে পাখি পালেন। অনলাইনের বিভিন্ন মাধ্যমে করেন ভ্লগিং (ভিডিও ব্লগ)। এসবে তাঁর মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হচ্ছে। সোহানের ভ্লগিং দেখে অনেকে পাখি পালনের অনুপ্রেরণা পাচ্ছেন।

সংবাদমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২০০৬ সালে শখের বসে বাবার হাত ধরে পাখি পালন শুরু করেন সোহান খান। ২০১৮ সালে তিনি বড় পরিসরে পাখি পালন শুরু করেন। এই অভিজ্ঞতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ২০২০ সাল থেকে তিনি ফেসবুকে ‘বার্ডস ভ্যালি’ নামের পেজ খোলাসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ভ্লগিং শুরু করেন।

সোহানের বার্ডস ভ্যালি খামারে তোতাপাখি প্রজাতির ককাটিয়েল, কনুর, লরি, লাভ বার্ডসহ প্রায় ১০০ জোড়ার ওপরে বিভিন্ন পাখি আছে। প্রতিদিন তিনি পাখির লালন-পালনের কাজ ভ্লগিংয়ের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। যা দেখে পাখি পালনে অনুপ্রাণিত হচ্ছেন অনেক মানুষ।

বার্ডস ভ্যালি প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত উপকৃত হচ্ছেন পাখি পালন আসা নতুন খামারিরা। ভ্লগের ভিডিও দেখে কীভাবে পাখির যত্ন নিতে হয়, কীভাবে পাখির প্রজনন করাতে হয়, কীভাবে অসুস্থ পাখির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করতে হয় ইত্যাদি শিখতে পারছেন তাঁরা।

পাখির যত্ন নিচ্ছেন সোহান খানটাঙ্গাইলের মাওলানা মোহাম্মদ আলী কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন বলে জানান সোহান খান। তিনি বলেন, ‘বার্ডস ভ্যালি খামারটি আমার আয়ের অন্যতম উৎস। ভ্লগিং করে ও পাখি বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা মাসে আয় হয়। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে খামারটি বড় করে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করা এবং অনলাইন প্ল্যাটফর্মটিকে সব পাখি প্রেমী মানুষের কাছে পৌঁছে দেওয়া।’

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্‌যাপন

ভিসা কার্ডে ভারতে ব্যয় কমেছে বাংলাদেশিদের, বেড়েছে থাইল্যান্ডে

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

মাইন্ডশেয়ার পেল ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার

ঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন শুরু

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘যাকাত ও ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন’ উদ্বোধন

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত