টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা গ্রামের বাসিন্দা সোহান খান। তিনি পড়াশোনার পাশাপাশি শখের বসে পাখি পালেন। অনলাইনের বিভিন্ন মাধ্যমে করেন ভ্লগিং (ভিডিও ব্লগ)। এসবে তাঁর মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হচ্ছে। সোহানের ভ্লগিং দেখে অনেকে পাখি পালনের অনুপ্রেরণা পাচ্ছেন।
সংবাদমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২০০৬ সালে শখের বসে বাবার হাত ধরে পাখি পালন শুরু করেন সোহান খান। ২০১৮ সালে তিনি বড় পরিসরে পাখি পালন শুরু করেন। এই অভিজ্ঞতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ২০২০ সাল থেকে তিনি ফেসবুকে ‘বার্ডস ভ্যালি’ নামের পেজ খোলাসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ভ্লগিং শুরু করেন।
সোহানের বার্ডস ভ্যালি খামারে তোতাপাখি প্রজাতির ককাটিয়েল, কনুর, লরি, লাভ বার্ডসহ প্রায় ১০০ জোড়ার ওপরে বিভিন্ন পাখি আছে। প্রতিদিন তিনি পাখির লালন-পালনের কাজ ভ্লগিংয়ের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। যা দেখে পাখি পালনে অনুপ্রাণিত হচ্ছেন অনেক মানুষ।
বার্ডস ভ্যালি প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত উপকৃত হচ্ছেন পাখি পালন আসা নতুন খামারিরা। ভ্লগের ভিডিও দেখে কীভাবে পাখির যত্ন নিতে হয়, কীভাবে পাখির প্রজনন করাতে হয়, কীভাবে অসুস্থ পাখির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করতে হয় ইত্যাদি শিখতে পারছেন তাঁরা।