হোম > অর্থনীতি > করপোরেট

রাবিতে ৯৬ শিক্ষার্থী পেলেন অগ্রণী ব্যাংকের ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’

বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী ৯৬ শিক্ষার্থীকে অগ্রণী ব্যাংকের ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক প্রমুখ। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধুর নামে স্বর্ণপদক চালু করায় ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে এমন আয়োজনের উদ্যোগ নেওয়ায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

এ সময় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর বলেন, প্রায় চার যুগেরও অধিক সময় ধরে রাবিতে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেওয়াসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে অগ্রণী ব্যাংক। ভবিষ্যতেও রাবির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

উল্লেখ্য, ১৯৬৫ সালে অগ্রণী ব্যাংকের পূর্বসূরি তৎকালীন হাবিব ব্যাংক রাবির কৃতী শিক্ষার্থীদের জন্য ‘হাবিব ব্যাংক স্বর্ণপদক’ নামে একটি পদক চালু করে। যা ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ নামে দেওয়া হয়। পরে অগ্রণী ব্যাংক স্বর্ণপদকের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’ নামকরণ করা হয়।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন