অনলাইন ডেস্ক
আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস-২০২২। এই কর্মসূচির আওতায় আইএফআইসি ব্যাংকের রংপুর, শেরপুর, নেত্রকোনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও রাঙামাটি শাখাসমূহের মাধ্যমে ‘মানবিক সহায়তা কার্যক্রম’-এর আওতায় ছয় শতাধিক প্রান্তিক জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১০ আগস্ট আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ এবং প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সব শাখার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
পরে গত ২০ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহী পরিচালক শাহ-এ-সারওয়ার, বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও কর্মীরা টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ গত ২৫ আগস্ট ব্যাংকের ৮৩৬তম পরিচালনা পর্ষদ সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।