Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শন প্রতিষ্ঠা পেলে সুশিক্ষার সমাজ গড়ে উঠবে: উপাচার্য ড. মশিউর রহমান

বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শন প্রতিষ্ঠা পেলে সুশিক্ষার সমাজ গড়ে উঠবে: উপাচার্য ড. মশিউর রহমান

বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের সুষম সমাজ প্রতিষ্ঠা পেলে সুশিক্ষার সমাজও গড়ে উঠবে বলে মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে তাঁর শোষণমুক্ত সমাজ গড়ার যে ভিতটি ছিল, তা আমরা ভেঙে ফেলেছি। এই প্রকৃত অবস্থাটি যতক্ষণ না আমরা বুঝতে পারব, ততক্ষণ পর্যন্ত পঠন-পাঠন নানা কিছু নিয়ে কথা বলা যাবে, সেটির আবশ্যকতাও আছে। কিন্তু সমাজ কাঠামোকে যে বিভক্ত করেছি তার উত্তরণ এত সহজ নয়। শিক্ষাকে যদি প্রকৃত অর্থেই সকলের জন্য গ্রহণযোগ্য ও আদর্শনীয় করে তুলতে হয়, তার জন্য সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম, লুটপাট দূর করতে হবে। অন্যথায় এটি খুব কঠিন হবে।’

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সম্মিলিত সাংবাদিক কল্যাণ সংস্থা আয়োজিত ‘আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে সুধী সমাজ ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মশিউর রহমান।

তিনি বলেন, ‘বাঙালির ব্যক্তির স্বশাসন নিশ্চিত করতে হলে সমতাভিত্তিক সমাজ গঠন প্রয়োজন। সমতার সমাজ তৈরি হলে সমতার শিক্ষা আসবে। একটি শ্রেণিবিভক্ত সমাজে আদর্শস্থানীয় শিক্ষা গড়ে তোলা কঠিন। আমরা একটি আত্মনিয়ন্ত্রণের সুশাসনের অনন্য চমৎকার বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছি। এটি করতে গিয়ে একটি মানবিক, সৃজনশীল সমাজ করতে চেয়েছি। আমরা আজও পূজামণ্ডপে কেউ হামলা করলে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলি। আগামী দিনের ইতিহাস নিশ্চয়ই বাংলাদেশকে পর্যালোচনা করবে বাংলাদেশ আত্মমর্যাদা সৃষ্টি করেছে এবং আত্মমর্যাদায় দারিদ্র্য বিজয় করে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে একটি মানবিক বাংলাদেশ এগিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের প্রশ্নের মধ্যে আমার একটা জবাবদিহি থাকে। আমি জবাবদিহি নিশ্চিত করতে চাই। সাংবাদিকতা হচ্ছে সেই মহৎ পেশা, যা ব্যক্তিকে জবাবদিহিতায় বাধ্য করে এবং সমাজকে সুশৃঙ্খল করে। আজকের এই আলোচনায় শিক্ষার সংস্কার হোক। একটি মুক্ত, আলোকিত পৃথিবী গড়ে তোলার জন্য চমৎকার শিক্ষায়, অভিনব শিক্ষায়, মানবিক শিক্ষায় বাংলাদেশ জাগ্রত হোক।’

সম্মিলিত সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক–কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ঢাকা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।

মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং শুরু

ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি

বিদেশ ভ্রমণের সময় সর্বোচ্চ মোবাইল খরচ ৩০ হাজার টাকা

টেকসই সরকারি ক্রয় বিষয়ে ব্যাপক সচেতনতার দাবি

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী পুনর্নির্বাচিত

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটসের ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন

অসত্য তথ্যের বিরুদ্ধে অবস্থান এমজিআইয়ের

ঈদ কেনাকাটায় সারার র্যাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা