হোম > অর্থনীতি > করপোরেট

ইউসিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 

বিজ্ঞপ্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি ব্যাংক ইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। আজ রোববার (১২ মে ২০২৪) ইউসিবি করপোরেট হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই চুক্তির মাধ্যমে ইউসিবি গ্রাহকদের কাছে ইস্টল্যান্ডের লাইফ ইন্স্যুরেন্স-বহির্ভূত পণ্য বিক্রি করতে পারবে। এই চুক্তির মাধ্যমে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উল্লেখযোগ্য সংখ্যক ইউসিবি গ্রাহকের কাছে পৌঁছাতে সক্ষম হবে। 

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) শহীদ-ই-মনজুর মোর্শেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, ইউসিবির প্রধান ব্যাংক ইনস্যুরেন্স কর্মকর্তা এটিএম তাজমিলুর রহমান, এবং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. শারিয়ার সিদ্দিক, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন