অনলাইন ডেস্ক
গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও বনভোজন। গতকাল শনিবার এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, নির্বাচিত ৯ জন পরিচালক, উপ–ব্যবস্থাপনা পরিচালক ছাইদুজ্জামান ভূঞা, প্রধান কার্যালয়ের সকল বিভাগ প্রধান ও কর্মকর্তাবৃন্দ।
গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ বলেন, মেধা, মনন বিকাশে এ ধরনের আয়োজনের প্রয়োজন রয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, নাগরিক ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন আমাদের আরও প্রফুল্ল করে তুলবে।
গ্রামীণ ব্যাংকের সহকর্মীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।