হোম > অর্থনীতি > করপোরেট

ইনসেপ্টা পরিদর্শনে অ্যাস্ট্রাজেনেকা কোভিড টিকা প্রকল্পের প্রধান সারা গিলবার্ট

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রকল্পের প্রধান ও টিকা বিজ্ঞানী অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট। 

আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কার্যালয়ে আসেন সারাহ গিলবার্ট। এ সময় তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির। 

পরে ইনসেপ্টার সভাকক্ষে অধ্যাপক গিলবার্টের সঙ্গে বাংলাদেশে টিকা তৈরির ভবিষ্যৎ, চ্যালেঞ্জ, সাধারণ মানুষের কাছে টিকার সহজলভ্যতা, টিকা উৎপাদনের সার্বিক সক্ষমতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। 

অধ্যাপক সারাহ গিলবার্টের সঙ্গে সভায় আরও অংশ নেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির, চিফ অপারেটিং অফিসার মাহবুবুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ই এইচ আরেফিন আহমেদ প্রমুখ।

এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির টিকা ডেভেলপমেন্টের জন্য ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের বিষয়ে অনুরোধ করেন। এতে অধ্যাপক গিলবার্ট সহমত প্রকাশ করেন। 

এখন থেকে ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টিকা উন্নয়নে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীরা এরই মধ্যে লন্ডনের ইমপিরিয়াল কলেজ থেকে মলিকুলার বায়োলজিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং এ ব্যবস্থা চলছে।

সারাহ গিলবার্ট অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনের টিকা বিজ্ঞানের অধ্যাপক। নতুন টিকা উদ্ভাবন ও টিকার উৎকর্ষ সাধনে তিনি ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রকল্পের তিনি প্রধান ছিলেন। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য তাঁকে অ্যালবার্ট পদক এবং রাজকীয় সম্মান ডেমহুডে ভূষিত করা হয়েছে।

জিপিএইচ টার্ফ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন

জারা জামান টেকনোলজির কর্মীদের ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ সফরে যুক্তরাজ্যের বাণিজ্যদূত: ইউনিলিভার বাংলাদেশের ঐতিহ্য উদ্‌যাপন

শেষ হলো কপিকলরব দশম পর্ব

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল ওয়ালটন হাই-টেক

মার্চে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল নগদ

এখন থেকে ‘মাই এমিরেটস পাস’ দিয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন বছরজুড়ে

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক আনল রিভো

বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইনস