Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

অনলাইন ডেস্ক

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা
ডোমিনোজের সঙ্গে ফুডির চুক্তি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডি অ্যাপ ও ডোমিনোজের মধ্যে অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ফুডি অ্যাপের মাধ্যমে ডোমিনোজের পিৎজা সরবরাহ করা হবে। পাশাপাশি, আজ ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ডোমিনোজের পিৎজার সব অর্ডারে ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে, যা ২০০ টাকা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার মহাখালীর প্যারাগন হাউজে এই চুক্তি সই হয়। ফুডির পক্ষ থেকে চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন— চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান, চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম, ডেপুটি ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ নওয়াজিশ আলম।

ডোমিনোজের পক্ষ থেকে ছিলেন— চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল, কান্ট্রি হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন, হেড অব মার্কেটিং তানজিনা অল্টার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ) মোহাম্মদ হোসেন বাবু।

ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা ডোমিনোজের সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই অংশীদারত্ব বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।’

জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘এই অংশীদারত্ব আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা প্রদান করা। ফুডির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হব।’

যমুনা ফিউচার পার্কে মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার ২০২৫’

আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অভিনব প্রচারণা

৪ বছর পর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, বিমানে ফিরলেন ক্যাপ্টেন মাহবুব

ঈদ উপলক্ষে এমিরেটসে যুক্ত হচ্ছে ১৭টি ফ্লাইট

উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল বিমান

রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ বইয়ের মোড়ক উন্মোচন

সিএসআর উদ্যোগে অনবদ্য ভূমিকায় রেকিট বেনকিজারের ‘লাইজল’

যমুনা রেলসেতুতে বার্জার ও সিএমপির উন্নত কোটিং প্রযুক্তির ব্যবহার

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’