বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) ১৫৪ তম ইন্টার্নশিপ কোর্স শুরু হয়েছে। আজ সোমবার থেকে এই কোর্স শুরু হয়েছে।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে ওই কোর্সের উদ্বোধন করেন।
আইবিটিআরএর প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) কে এম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়া ও মো. আনোয়ার হোসেন। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী তিনমাস ব্যাপী এই কোর্সে অংশ নিয়েছেন।