Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

বিনা মূল্যে প্রবেশসহ বাণিজ্য মেলায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ

বিজ্ঞপ্তি

বিনা মূল্যে প্রবেশসহ বাণিজ্য মেলায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে প্রবেশ টিকিট, বাস ও পার্কিং টিকিট এবং বিভিন্ন স্টলে পণ্য ক্রয়ে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। পাশাপাশি বিকাশের বুথে নতুন অ্যাকাউন্ট খুলে বা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকা অ্যাড মানি করে বিনা মূল্যে প্রবেশাধিকারের সুযোগ পাচ্ছেন মেলায় আসা দর্শনার্থীরা।

মেলায় এবার গ্রাহকেরা বিকাশ পেমেন্ট করে প্রবেশ টিকিট, মেলা উপলক্ষে বিশেষভাবে চালু করা বিআরটিসি বাসের টিকিট এবং পার্কিং টিকিট কিনলে পাবেন ৫০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মেলা চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। পাশাপাশি বুথে এসে নতুন অ্যাকাউন্ট খুলে পাবেন বিনা মূল্যে মেলায় প্রবেশের সুযোগ।

এ ছাড়া প্রতিদিন কার্ড থেকে বিকাশে ২ হাজার টাকা অ্যাড মানি করে প্রথম ১০০ জন পাচ্ছেন মেলায় প্রবেশের ফ্রি টিকিট।

এ ছাড়া মেলার বিভিন্ন স্টল থেকে পণ্য ও সেবা কিনে বিকাশে পেমেন্ট করলে রয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মেলা চলাকালে একজন গ্রাহক এই অফারের আওতায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। অফারগুলো চলবে মেলার শেষ দিন পর্যন্ত।

ভিশন, ওয়াকার, রিগ্যাল, বেস্ট বাই, বেঙ্গল, কুপারস, টেস্টি ট্রিট, ভিস্তা, ডেইলি শপিং, মিঠাই, স্যাভয়, আমানত শাহ লুঙ্গি, ব্লু জিনস, বেক্সি ফেব্রিক্স, নাদিয়া ফার্নিচার, আকতার ফার্নিশার্স, ডেলটা ফার্নিশার্স, আকতার ম্যাট্রেস ও ফোম, পারটেক্স ফার্নিচার, নাভানা ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার, হাতিম ফার্নিচারসহ নানান স্টলেও এই ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

অফার ও মার্চেন্ট তালিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে। বিকাশ অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে বা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে এই অফারগুলো নিতে পারবেন গ্রাহকেরা।

উল্লেখ্য, এবারও মেলা প্রাঙ্গণে যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিক জাতীয় পরিচয়পত্র ও একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বিকাশ বুথে এসে বিনা মূল্যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া রয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট খোলার সুযোগ। একই সঙ্গে গ্রাহক সুবিধার কথা বিবেচনায় রেখে মেলা প্রাঙ্গণে ক্যাশ ইন ও ক্যাশ আউটের সুবিধাও রয়েছে।

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্‌যাপন

ভিসা কার্ডে ভারতে ব্যয় কমেছে বাংলাদেশিদের, বেড়েছে থাইল্যান্ডে