হোম > অর্থনীতি > করপোরেট

রোবটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বিডিইউয়ের শিক্ষার্থীরা

আইইই-এর আয়োজনে ‘রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতার ফাইনালে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ) ‘টিম রোবো পালস’। ৯ ও ১০ ডিসেম্বর ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার ‘ওয়ার্ল্ড ফাইনাল’ রাউন্ড অনুষ্ঠিত হবে।

টিম রোবো পালসের সদস্যরা হলেন বিডিইউয়ের আইওটি অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাসলিম আরিফ, মারুফ হাসান, আবু সালেহ মুহাম্মদ মুসা ও আবদুল্লাহ আল মামুন। টিম রোবো পালসের প্রজেক্ট ‘ক্লাইমেট কেয়ার: সাপোর্টিং কমিউনিটিজ ইন ক্লাইমেট ক্রাইসিস উইথ ওয়াটার ম্যানেজমেন্ট’ যৌথভাবে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে বুয়েট টিমের সঙ্গে আইইই অঞ্চল-১০ (এশিয়া প্যাসিফিক)-এর ১০টি টিমের অন্তর্ভুক্ত হয়। এ ছাড়া ওয়ার্ল্ড ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের জন্য থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে দলটি।

বিডিইউয়ের টিম রোবো পালস প্রতিযোগিতার জন্য এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবোট আবিষ্কার করেছে যার মাধ্যমে যে কোনো জলাশয় থেকে পরিবেশ দূষণকারী পদার্থ শনাক্ত করে তা অপসারণ করতে পারে। এটি পানিতে বিভিন্ন উপাদানের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে।

প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ড যাত্রায় টিম রোবো পালসকে আইইই-এর পাশাপাশি স্পনসর করেছে বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিম রোবো পালসকে স্পনসর করায় ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন