এমিরেটস এয়ারলাইনস গতকাল রোববার সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০-এর সাহায্যে ভারতের মুম্বাই এবং আহমেদাবাদে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। উভয় শহরেই আপাতত দৈনিক একটি করে এ জাতীয় ফ্লাইট চলাচল করবে। এয়ারলাইনসটির বৈশ্বিক নেটওয়ার্কে বর্তমানে পাঁচটি গন্তব্যে এ৩৫০ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
এমিরেটসের এ৩৫০-এর অন্যতম বৈশিষ্ট্য হলো অত্যন্ত আকর্ষণীয় ইন্টেরিয়র, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা এবং যাত্রীদের জন্য অভাবনীয় আরামদায়ক।
বর্তমানে এমিরেটস মুম্বাই ও ব্যাঙ্গালুরুতে ফ্ল্যাগশিপ এয়ারবাস এ৩৮০-এর সাহায্যে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটে যাত্রীদের অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমিসহ চার ধরনের কেবিন অফার করা হচ্ছে। বর্তমানে ভারতের নয়টি গন্তব্যে পরিচালিত ফ্লাইটের সংখ্যা সপ্তাহে ১৬৭টি।