বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ অ্যাপ অথবা সংশ্লিষ্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল অ্যাপ থেকে ৩ হাজার টাকা অ্যাড মানি করলেই গ্রাহকেরা পাচ্ছেন ৫০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক।
‘নগদ’ অ্যাপে বাংলাদেশের বেশির ভাগ ব্যাংক থেকে অ্যাড মানি করার সুযোগ রয়েছে। এবার সেই গ্রাহকদের জন্য বিশেষ এই অফার। শুধু ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে ৩ হাজার টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ৭০ টাকা ক্যাশব্যাক।
‘নগদ’-এর তালিকাভুক্ত ২৭টি ব্যাংক থেকে অ্যাড মানি করে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। ব্যাংকগুলো হলো—ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, শাহাজালাল ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ইসলামি ব্যাংক বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।
একজন গ্রাহক একবারই এই সুবিধা নিতে পারবেন। এর জন্য ‘নগদ’ অ্যাকাউন্টটি অ্যাকটিভ ও ফুল প্রোফাইল অবস্থায় থাকতে হবে। এই সুবিধা পাওয়া যাবে ‘নগদ’ অ্যাপ ব্যবহার করে। ১১ অক্টোবর থেকে চালু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
কোনো কারণে এই ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় কোনো গ্রাহক যদি শর্ত পূরণ করার পরও ক্যাশব্যাক না পান, তাহলে ‘নগদ’-এর হটলাইনে অভিযোগ জানাতে হবে। সে ক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক তাঁর ‘নগদ’ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।
এ ব্যাপারে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ-এ অ্যাড মানি করে গ্রাহকেরা ব্যাংকে লাইন ধরার মতো কাজ থেকে রেহাই পাচ্ছেন। এভাবে আমরা ডিজিটাল লেনদেনকে শক্তিশালী ও পরিচিত করে তুলছি। এই ধারায় এবার ব্যাংক থেকে অ্যাড মানি করলে ক্যাশব্যাক দিচ্ছে নগদ।’