Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

মাস্টারকার্ড থেকে নগদে অ্যাড মানি-বিল পেমেন্টে বিভিন্ন অফার

বিজ্ঞপ্তি

মাস্টারকার্ড থেকে নগদে অ্যাড মানি-বিল পেমেন্টে বিভিন্ন অফার

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে মাস্টারকার্ড ও নগদ নিয়ে এসেছে বিভিন্ন অফার। মাস্টারকার্ড থেকে নগদ ওয়ালেটে ৩ হাজার ৪৫০ টাকা বা এর বেশি অ্যাড মানি কিংবা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করে গ্রাহক জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট।

নগদ ও মাস্টারকার্ডের এই অফারের মাধ্যমে একজন গ্রাহক সহজেই জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট। এর সঙ্গে থাকছে প্রতি সপ্তাহে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহকের জন্য ফ্ল্যাগ বিয়ারার প্রোগ্রাম ও মাস্টারকার্ড সোফা।

এ ছাড়া ক্যাম্পেইন শেষে মাস্টারকার্ড অ্যাড মানিতে সর্বোচ্চ লেনদেনকারী একজন ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টে একজন পাবেন ম্যাচ ডে এক্সপেরিয়েন্স ও বিয়ন্ড দ্য বাউন্ডারি টিকিট।

পাশাপাশি ক্যাম্পেইন চলার সময়ে নগদের মাধ্যমে মাস্টার কার্ডে সর্বোচ্চ বিল পেমেন্টকারী পাবেন মাঠে ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে সেলফি তোলার ‍সুযোগ। এ ছাড়া মাস্টার কার্ড থেকে নগদে সর্বোচ্চ অ্যাড মানি করা গ্রাহক প্লেয়ার অব দ্য ম্যাচের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় নগদ ও মাস্টারকার্ড গ্রাহকদের জন্য দারুণ এই অফার চালু করেছে। ক্রিকেটপ্রেমী গ্রাহকেরা সহজে এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন।’

আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অভিনব প্রচারণা

৪ বছর পর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, বিমানে ফিরলেন ক্যাপ্টেন মাহবুব

ঈদ উপলক্ষে এমিরেটসে যুক্ত হচ্ছে ১৭টি ফ্লাইট

উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল বিমান

রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ বইয়ের মোড়ক উন্মোচন

সিএসআর উদ্যোগে অনবদ্য ভূমিকায় রেকিট বেনকিজারের ‘লাইজল’

যমুনা রেলসেতুতে বার্জার ও সিএমপির উন্নত কোটিং প্রযুক্তির ব্যবহার

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’

প্রাইম ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর