Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

 ২১০০ যুবকের পাশে দাঁড়াল স্ট্যান্ডার্ড চার্টার্ড-ইউসিইপি

বিজ্ঞপ্তি

 ২১০০ যুবকের পাশে দাঁড়াল স্ট্যান্ডার্ড চার্টার্ড-ইউসিইপি

২ হাজার ১০০ যুবকের কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের প্রশিক্ষণ দিয়ে পাশে দাঁড়াল স্ট্যান্ডার্ড চার্টার্ড-ইউসিইপি বাংলাদেশ। প্রতিষ্ঠান দুটি কর্মসংস্থান ও পুনঃদক্ষতা বৃদ্ধি প্রোগ্রামের অংশ হিসেবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স, এয়ার কন্ডিশনার মেইনটেন্যান্স, অটোমেটিক মেকানিক রিপেয়ার, টেইলারিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। 

সুবিধাবঞ্চিত যুবকদের আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান হারানোর বিরুদ্ধে লড়তে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত যৌথভাবে পরিচালিত একটি বিশেষ প্রোগ্রাম শেষ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ইউসিইপি বাংলাদেশ। উচ্চতর ও পুনঃদক্ষতামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মশক্তি বৃদ্ধির জন্য প্রোগ্রামটি ডিজাইন করা হয়, যার আওতায় ২ হাজার ১০০ যুবককে সার্বিক সহায়তা দেওয়ার জন্য বাছাই করা হয়। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইউসিইপির এই যৌথ প্রোগ্রামটি চারটি ধাপে হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি ও প্যারামিটারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রোগ্রামটি ইউসিইপি বাংলাদেশ পরিচালিত বেশ কয়েকটি মূল্যায়ন ও গবেষণার ওপর ভিত্তি করে তৈরি। 

প্রোগ্রাম চলাকালে অংশগ্রহণকারীদের খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ডের লক্ষ্য অনুযায়ী ক্ষমতায়নের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা-কেন্দ্রিক সমাজ থেকে শিক্ষা, উপার্জন ক্ষমতা এবং প্রবৃদ্ধি অর্জনে সাহায্য করা। 

প্রথম তিনটি ধাপে ২ হাজার ১০০ যুবক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পান। প্রথম ধাপে শতকরা ৯০ ভাগ অংশগ্রহণকারী ইতিমধ্যেই বিভিন্ন কাজে নিযুক্ত হয়েছেন। দ্বিতীয় ধাপে ৫০০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ শেষ করেছেন, যাদের মধ্যে ৯৩ ভাগ বর্তমানে বিভিন্ন কাজে নিযুক্ত। তৃতীয় ধাপে ৮০০ জনের মধ্যে ৯০ ভাগ কর্মসংস্থান হার অর্জন করেছে। চতুর্থ ধাপ চলতি বছরের মার্চে সম্পন্ন হয়। প্রোগ্রামটি সফলভাবে শেষ করার পর সাধারণত দুই থকে তিন মাস সময় লাগে অংশগ্রহণকারীর চাকরি খুঁজে পেতে অথবা পদোন্নতি হতে। ৯১ ভাগ অংশগ্রহণকারী এই পর্যন্ত সফলতা অর্জনে সক্ষম হয়েছে, এবং এই পরিমাণ আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

অফুরন্ত অফারে ঈদ মানেই প্রিমিয়ার ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জন্য ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন!

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’