হোম > অর্থনীতি > করপোরেট

যাত্রীদের জন্য কার রেন্টাল সেবা চালু করল এয়ার অ্যাস্ট্রা

বিশেষ প্রতিবেদক, ঢাকা

দেশের নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা দেশের স্বনামধন্য কার রেন্টাল কোম্পানি ‘যাত্রী’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এখন থেকে এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট থেকে যাত্রীরা সরাসরি তাঁদের প্রয়োজন মতো কার রেন্টাল সার্ভিস গ্রহণ করতে পারবেন। এ ছাড়া এয়ার অ্যাস্ট্রার যাত্রীরা ‘যাত্রী সার্ভিস লিমিটেড’ থেকে বিশেষ ছাড় উপভোগ করবেন।

সম্প্রতি এয়ার অ্যাস্ট্রার প্রধান কার্যালয়ে দুই কোম্পানির অংশীদারত্বের এই উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ এবং যাত্রী সার্ভিস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট গোলাম ইশফাক।

এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘যাত্রীর সঙ্গে অংশীদারত্ব করতে পেরে এবং এয়ার অ্যাস্ট্রার প্যাসেঞ্জারদের এই ভেল্যু অ্যাডেড সার্ভিস দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের ওয়েবসাইটে কার রেন্টাল সার্ভিস যোগ করার মাধ্যমে, আমরা আমাদের গ্রাহকদের জন্য ভ্রমণের অভিজ্ঞতাকে সহজতর করছি, যাতে তাঁরা অনায়াসে তাঁদের ভ্রমণের জন্য প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা করতে পারেন। এই সার্ভিসটি একটি নিরবচ্ছিন্ন এবং গ্রাহককেন্দ্রিক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সারিবদ্ধ।’

যাত্রীর ভাইস প্রেসিডেন্ট গোলাম ইশফাক বলেন, ‘যাত্রীর পথচলা শুরু হয়েছিল মানুষের যাতায়াতব্যবস্থাকে আরামদায়ক ও ঝামেলাহীন করার পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরিবহন খাতের উন্নয়ন ঘটানোর লক্ষ্য নিয়ে। এর ধারাবাহিকতায় দেশের অন্যতম স্বনামধন্য বিমানসেবা প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রার সঙ্গে যাত্রীর এই যৌথ উদ্যোগ ব্যবহারকারীদের জন্য আরও সুবিধা ও ইতিবাচক কিছু নিয়ে আসবে। বিমানবন্দর থেকে ভ্রমণকারীর পরবর্তী গন্তব্যে পৌঁছানোর যাত্রাকে করে তুলবে একদমই সহজ ও নিরাপদ।

যাত্রী সন্তুষ্টির প্রতিশ্রুতির জন্য পরিচিত এয়ার অ্যাস্ট্রা ২০২২ সালের ২৪ নভেম্বর যাত্রা শুরু করে বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেটে ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে; যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) কর্তৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন