বিজ্ঞপ্তি
২০২৪ সালের বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডয়ে সেরা রিটেইল স্টার্টআপ (অনারেবল মেনশন) পুরস্কার পেয়েছে ‘ফুডি’।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফুডি।
মাত্র কয়েক মাসের মধ্যে ফুডি ৪.৫ লক্ষাধিক ডাউনলোড হয়েছে এবং ৪ হাজার এর বেশি রেস্তোরাঁ প্ল্যাটফর্ম এর সঙ্গে সংযুক্ত আছে। প্রায় প্রতিটি রেস্তোরাঁতেই মাসব্যাপী ফুডি প্ল্যাটফর্মে অফার রয়েছে।
এছাড়াও দ্রুততম সময়ে খাবার পৌঁছে দিতে ফুডিতে ২ হাজার ৫০০ এরও বেশি রাইডার রয়েছে। ফুড ডেলিভারির পাশাপাশি ফুডিতে ফুল ডেলিভারি, ডাইন-ইন এবং পিক-আপ সেবাও রয়েছে।