Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ইউআইটিএসে শোভাযাত্রা

জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ইউআইটিএসে শোভাযাত্রা

জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজ বুধবার সকাল ১০টার দিকে এই উপলক্ষে বের করা শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) উদ্যোগে ওই শোভাযাত্রা বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. মাজহারুল হক, প্রক্টর মো. ইয়াছিন আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আল ইমতিয়াজ, ছাত্রকল্যাণ বিষয়ক উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, সিআইপিআরবির রোড সেইফটি প্রকল্পের ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ডেপুটি ম্যানেজার (ট্রেনিং) মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুকসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবু হাসান ভূঁইয়া বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিআইপিআরবিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ বছরের জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘টেকসই যাতায়াত’ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সড়ক নিরাপত্তায় সচেতনতার সঙ্গে কাজ করতে হবে।”

মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং শুরু

ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি

বিদেশ ভ্রমণের সময় সর্বোচ্চ মোবাইল খরচ ৩০ হাজার টাকা

টেকসই সরকারি ক্রয় বিষয়ে ব্যাপক সচেতনতার দাবি

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী পুনর্নির্বাচিত

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটসের ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন

অসত্য তথ্যের বিরুদ্ধে অবস্থান এমজিআইয়ের

ঈদ কেনাকাটায় সারার র্যাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা