ব্যাংক এশিয়া লিমিটেড ও এসএমই ফাউন্ডেশনের নিজস্ব নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মসূচি করা হয়েছে। সম্প্রতি চাঁদপুর সরকারি কলেজে নারী উদ্যোক্তাদের জন্য চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি হয়।
সফলতার সঙ্গে প্রশিক্ষণ নেওয়া শেষে চাঁদপুর জেলার ৪০ জন নারী উদ্যোক্তাকে সনদ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার, এএসপি ইয়াসির আরাফাত, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, এসএমই ফাউন্ডেশনের এজিএম মো. মাসুদুর রহমান, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (প্রস্তাবিত) চেয়ারপারসন জনাব মনিরা আক্তার, ব্যাংক এশিয়ার এভিপি রিফাত আন্জুম ও তাজকিরা আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।