Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে শতভাগ দেশীয় ‘ফুডি’র পথচলা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে শতভাগ দেশীয় ‘ফুডি’র পথচলা শুরু

আধুনিক বাংলাদেশে সময়ের গুরুত্ব বিবেচনায় ফুড ডেলিভারি ব্যবসায়ে নতুন সংযোজন ‘ফুডি’, যা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান। ফুডি বাংলাদেশে রাইডারভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠান হিসেবে পথচলা শুরু করেছে। 

আজ মঙ্গলবার ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডি’র আত্মপ্রকাশ, আধুনিক মননশীল সকলের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। ফুডি শিক্ষিত তরুণ সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইনভিত্তিক এ প্ল্যাটফর্ম বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে। ফুডি রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে সবগুলো জেলা শহরে ধারাবাহিকভাবে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ফুডি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, চায়ের নগরী সিলেট, নান্দনিক শহর রাজশাহী, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, বন্দরনগরী খুলনা, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জেলা কক্সবাজার, রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও সাভারে ইতিমধ্যে ফুডির কার্যক্রম শুরু করেছে। ডেলিভারি পার্টনার হিসেবে ফুডি প্ল্যাটফর্মে ইতিমধ্যে লক্ষাধিক আইটেমের সম্ভার নিয়ে চার হাজারের বেশি রেস্টুরেন্ট ও শপ পার্টনার সংযুক্ত হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুডি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগে ফুডির আত্মপ্রকাশ স্বল্প সময়ে ফুড ডেলিভারি, তুলনামূলক কম খরচে, রুচিশীল খাদ্যপণ্য প্রতিনিয়ত সরবরাহ করে যাচ্ছে একঝাঁক শিক্ষিত তরুণ রাইডার। বিভিন্ন স্পেশাল ডে’কে আরও বেশি স্পেশাল করতে প্রিয়জনকে এখন নানাবিধ তাজা ফুল উপহার দেওয়া যেন এক নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। দেশি-বিদেশি ফুল ডেলিভারি দেওয়ার এক নতুন সম্ভার নিয়ে এসেছে ফুডি। ফুড ডেলিভারি ব্যবসায় ফুডিতে এক হাজারের বেশি নিজস্ব রাইডার ও ৫০০-এর বেশি ফ্রিল্যান্স রাইডার সংযুক্ত হয়েছে।

যমুনা ফিউচার পার্কে মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার ২০২৫’

আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অভিনব প্রচারণা

৪ বছর পর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, বিমানে ফিরলেন ক্যাপ্টেন মাহবুব

ঈদ উপলক্ষে এমিরেটসে যুক্ত হচ্ছে ১৭টি ফ্লাইট

উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল বিমান

রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ বইয়ের মোড়ক উন্মোচন

সিএসআর উদ্যোগে অনবদ্য ভূমিকায় রেকিট বেনকিজারের ‘লাইজল’

যমুনা রেলসেতুতে বার্জার ও সিএমপির উন্নত কোটিং প্রযুক্তির ব্যবহার

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’