Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

ব্র্যাক ব্যাংক-ডিবিএস ব্যাংকের পারস্পরিক সহযোগিতা পুনর্ব্যক্ত

বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংক-ডিবিএস ব্যাংকের পারস্পরিক সহযোগিতা পুনর্ব্যক্ত

ব্র্যাক ব্যাংক এবং সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য, রেমিট্যান্স ও আর্থিক সেবার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। ২৭ ফেব্রুয়ারি ঢাকায় প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকে দুই ব্যাংকের পারস্পরিক অংশীদারত্বে নতুন গতি পেয়েছে।

ডিবিএসের প্রধান নির্বাহী পীয়ূষ গুপ্ত ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

দুই প্রধান নির্বাহী নিজ নিজ বাজারের স্বতন্ত্রতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি শেয়ার করেন এবং নতুন সহযোগিতার ক্ষেত্রগুলি অন্বেষণ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের ঢাকায় ডিবিএসের রিপ্রেজেনটেটিভ অফিস খোলার ফলে পারস্পরিক সহযোগিতার সুযোগ বেড়েছে।

 ২০২২ সালে ব্র্যাক ব্যাংক এবং ডিবিএস সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের রিয়েল-টাইম ও কোনো ফি ছাড়া রেমিট্যান্স পাঠানোর সুযোগ করে দিতে একটি চুক্তি সই হয়। বাংলাদেশে টাকা পাঠানোর জন্য একটি নির্ধারিত বিনিময় হার দেয় ডিবিএস রেমিট। এর কোনো সার্ভিস ফি নেই এবং ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টসহ বাংলাদেশের অন্য যে-কোনো ব্যাংক অ্যাকাউন্টে রিয়েল-টাইম স্বয়ংক্রিয় ডিপোজিট নিশ্চিত করে। গ্রাহকেরা ডিবিএস রেমিট ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশে অর্থ স্থানান্তর করতে পারেন। বিকাশে আছে ৫ দশমিক ৫ কোটির বেশি গ্রাহক।

ডিবিএসের ম্যানেজমেন্ট টিমের সদস্য, গ্রুপ হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং তান সু শান, ঢাকা চিফ রিপ্রেজেনটেটিভ তাহসিনা বানু, ভারতের সিইও সুরজিৎ সোম, হেড অব ইন্টারন্যাশনাল সেন্টারস (যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র) টিয়েন-অ্যান লিম, গ্রুপ হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস শ্রীরাম মুথুকৃষনান ব্র্যাক ব্যাংক পরিদর্শনে ডিবিএসের সিইওর সঙ্গে ছিলেন।

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্‌যাপন

ভিসা কার্ডে ভারতে ব্যয় কমেছে বাংলাদেশিদের, বেড়েছে থাইল্যান্ডে

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস