আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে সেমিনার করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের উদ্যোগ’ নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীনের সম্মানে নিয়মিত আয়োজন আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে সেমিনারটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। সেমিনারে বক্তব্যে মন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
স্বাগত বক্তব্য দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জিটা লামাগনা। পরে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। গোলটেবিল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএয়ের সাবেক পরিচালক এবং বাংলালিংকের উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার (সিসিআরএও) তৈমুর রহমান; জয়তুন বিজনেস কনসালট্যান্ট এবং ওঙ্কুর ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান আফরান আলী প্রমুখ।