নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পণ্য না পাওয়ায় ৭৭ কোটি ৪৬ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে ই-অরেঞ্জের ৫৪৭ গ্রাহকের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ মঙ্গলবার এই দিন ধার্য করেন।
এর আগে আফজাল হোসেনসহ ৫৪৭ জন গ্রাহক গত ৩ এপ্রিল এই রিট দায়ের করেন। রিটে টাকা ফেরত এবং কত টাকা বিদেশে পাচার করা হয়েছে, তা অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী সাবরিনা জেরিন ও এম. আব্দুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।