নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল অপারেটর রবি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৮৬ দশমিক ৫ কোটি টাকা কর পরবর্তী মুনাফা (পিএটি) করেছে। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় প্রান্তিকে কোম্পানির পিএটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৮৫ দশমিক ৪ শতাংশ এবং ২০২০ সালের একই সময়ের তুলনায় ১২২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের প্রথম নয় মাসের তুলনায় এ বছরের প্রথম নয় মাসে রবির পিএটি বেড়েছে ৪৪ দশমিক ৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থিতিশীল ঊর্ধ্বমুখী রাজস্ব এবং দক্ষ ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে বছরের প্রথম নয় মাসে রবির পিএটি ১৬৭ দশমিক ৪ কোটি টাকায় পৌঁছেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় রবির ফোরজি গ্রাহক সংখ্যা তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৭ শতাংশ। তবে ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় রবির ফোরজি গ্রাহক সংখ্যা ৫১ দশমিক ১ শতাংশ বেড়েছে। মোট ৫ কোটি ৩০ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ২ কোটি ২৪ লাখ গ্রাহক ফোরজি সেবার আওতায় এসেছে। এ ছাড়া অপারেটরটির ৭৪ শতাংশ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন, যা এ খাতে সর্বোচ্চ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা ৫ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে অপারেটরটির মোট গ্রাহক দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৫ শতাংশ।