হোম > অর্থনীতি > করপোরেট

জিইসি কংগ্রেসে যোগ দিতে জিইএন বাংলাদেশের ১৫ সদস্য অস্ট্রেলিয়ায়

বিজ্ঞপ্তি

জিইএন বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ১৯ থেকে ২২ সেপ্টেম্বর মেলবোর্নের মেলবোর্ন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে (জিইসি) ’ অংশ নেবে প্রতিনিধি দল।

জিইএন গ্লোবালের সহযোগী হলো জিইএন বাংলাদেশ। এবারের কংগ্রেস প্রায় ২০০ দেশ থেকে আনুমানিক ৪ হাজার প্রতিনিধি একত্রিত হবে। এই কংগ্রেস উদ্যোক্তা, নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং উদ্ভাবকদের ধারণা বিনিময় এবং বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম দেবে বলে আশা সংশ্লিষ্টদের।

জিইএন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পেরে জিইএন বাংলাদেশ গর্বিত। সবুর খানের নেতৃত্ব দেশে উদ্যোক্তা ও উদ্ভাবন বৃদ্ধির জন্য জিইএন বাংলাদেশের প্রতিশ্রুতিকে মূর্ত করে।

প্রতিনিধিদলের প্রাথমিক উদ্দেশ্য হলো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য সুযোগ অন্বেষণ করা। সবুর খান এই অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে, বাংলাদেশি উদ্যোক্তা ইকো সিস্টেমের ওপর এই অংশগ্রহণের ইতিবাচক প্রভাব সম্পর্কে তার গভীর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন যে, বিশ্বব্যাপী স্টেকহোল্ডারদের সঙ্গে সংযোগ স্থাপন এবং জ্ঞান ভাগ করে নেওয়া দেশের মধ্যে উদ্ভাবন বৃদ্ধিতে অনুঘটক হিসেবে সহায়তা করবে।

জিইএন বাংলাদেশ উদ্যোক্তাদের প্রচার এবং বাংলাদেশে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের সমর্থন করার লক্ষ্যে নিবেদিত। বাংলাদেশে উদ্যোক্তা ল্যান্ডস্কেপকে এগিয়ে নেওয়া ও এর সদস্যদের জন্য বৈশ্বিক সুযোগ নিয়ে আসার জন্য সংস্থার প্রতিশ্রুতিকে জোরদার করবে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন