Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

স্যামসাংয়ের বিবাহ উৎসব অফার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্যামসাংয়ের বিবাহ উৎসব অফার

নবদম্পতিদের কথা মাথায় রেখে বিবাহ উৎসব নামে অফার এনেছে ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং। এ অফারে বছর শেষে শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হওয়া বিয়ের মৌসুমে নতুন জীবন শুরু করতে যাওয়া নবদম্পতিদের জন্য থাকবে টেলিভিশন, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন ক্রয়ে আকর্ষণীয় মূল্যের ৪টি দুর্দান্ত প্যাকেজ। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর।' জীবনের নতুন পথে যাত্রা শুরু হোক স্যামসাং-এর সাথে'–প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হওয়া অফারে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ৪টি প্যাকেজ রয়েছে। 

প্ল্যাটিনাম প্যাকেজে রয়েছে ৫৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি টেলিভিশন, ৪৬৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৯ কেজি ফ্রন্ট লোডিং স্টিম ওয়াশ ওয়াশিং মেশিন। যার মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা। 

ডায়মন্ড প্যাকেজে রয়েছে ৪৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি, ৩২১ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৮ কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। যার মূল্য ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। 

গোল্ড প্যাকেজে রয়েছে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, ২৭৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ইনভার্টার ওয়াশিং মেশিন। যার মূল্য ৯৯ হাজার ৯০০ টাকা। 

সিলভার প্যাকেজে রয়েছে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ২১৮ লিটার ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ওয়াশিং মেশিন। যা মূল্য ৭৯ হাজার ৯০০ টাকা। 

ক্রেতারা বিনামূল্যে আকর্ষণীয় গিফট ও কোন ইন্টারেস্ট ছাড়াই ইএমআই সুবিধা উপভোগ গ্রহণ করতে পারবেন। 

বিনামূল্যে উপহার পেতে ক্রেতাদের অনুমোদিত ডিলার, ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিকস, ইলেকট্রো ইন্টারন্যাশনাল ও র‍্যাংগস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে।

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্‌যাপন

ভিসা কার্ডে ভারতে ব্যয় কমেছে বাংলাদেশিদের, বেড়েছে থাইল্যান্ডে

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস