হোম > অর্থনীতি > করপোরেট

ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের আয়োজনে দাবা প্রতিযোগিতার উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের আয়োজনে আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দিলকুশায় ক্লাব কার্যালয়ে আয়োজিত এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা।

প্রধান অতিথির বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ দেশে এতগুলো ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, ব্যাংকারদের কল্যাণে সংগঠন হয়েছে এবং ব্যাংকাররা বিজয় দিবস উদ্‌যাপন করছেন।’

ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সভাপতি তাপস চন্দ্র পাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে সামিল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যাংকাররা সেই উন্নয়ন যাত্রার অন্যতম সহযাত্রী। ব্যাংকারদের মানসিক উৎকর্ষের জন্য ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে।’

সপ্তাহব্যাপী এই দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের শৌখিন দাবাড়ুরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিল ব্যাংকের কর্মকর্তা ও ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুদের উৎসাহিত করেন।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন