Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

শুরু হয়েছে বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপোর তৃতীয় আসর

অনলাইন ডেস্ক

শুরু হয়েছে বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপোর তৃতীয় আসর
আজ শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো ২০২৪’। ছবি: সংগৃহীত

দেশের চিকিৎসা প্রযুক্তিতে সারা বিশ্বের নিত্য নতুন উদ্ভাবন, পণ্য, এবং অনন্য মাত্রা যোগ করার উদ্দেশ্যে তৃতীয়বারের শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো ২০২৪।’ আজ শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ এক্সপো শুরু হয়। বাংলা মেড এক্সপো বাংলাদেশের চিকিৎসা, সার্জিক্যাল, ডায়াগনস্টিক এবং গবেষণা ল্যাবরেটরি বাজারের জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম, যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

প্রধান আন্তর্জাতিক সোর্সিং মার্কেটপ্লেস হিসেবে উদীয়মান বাংলা মেড এক্সপো শীর্ষস্থানীয় হাসপাতাল, ডাক্তার, প্যাথলজিস্ট, বিজ্ঞানী, ডিলার, ডিস্ট্রিবিউটর, আমদানিকারক, খুচরা বিক্রেতা এবং অন্যান্য ক্রেতাগোষ্ঠীকে সংযুক্ত করছে। কৌশলগত এবং বিস্তৃত এ প্রদর্শনী স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যালসের সমস্ত বিভাগে বিশেষজ্ঞ, আন্তর্জাতিক পণ্যসমূহ তুলে ধরবে। অংশগ্রহণকারীরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অন্যান্য চিকিৎসা প্রযুক্তি বাজার থেকে মানসম্পন্ন সরবরাহকারীদের সঙ্গে চিকিৎসা ও পরীক্ষাগার শিল্পে সর্বাধুনিক ডিজাইন, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়ন দেখার সুযোগ পাবেন।

বাংলা মেড এক্সপোর আগের সংস্করণটি স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় শিল্পের অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া লাভ করে। ক্রমবর্ধমান বাজারের আকারের সঙ্গে সঙ্গে, বাংলাদেশ দ্রুত চিকিৎসা ও পরীক্ষাগার প্রযুক্তির একটি উল্লেখযোগ্য বাজারে পরিণত হচ্ছে। প্রদর্শনীটি এ শিল্পের দেশীয় এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের একত্রিত করতে, তাদের মধ্যে সহযোগিতা তৈরিতে, এ খাতের তথ্য আদান-প্রদান করতে, বিভিন্ন ডিজাইন সংশ্লিষ্ট ধারণা শেয়ার করতে এবং মূল্যবান ব্যবসায়িক সংযোগ স্থাপনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।

বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপোর প্রধান বৈশিষ্ট্য হলো চিকিৎসা ও পরীক্ষাগার সংক্রান্ত পণ্য গুলির একটি বিস্তৃত চিত্র তুলে ধরা। এ বছরের প্রদর্শনীতে শীর্ষস্থানীয় দেশীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অংশগ্রহণের ফলে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পেশাদারদের নেটওয়ার্ক এবং মূল্যবান সংযোগ স্থাপনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি হবে। অংশগ্রহণকারীরা সর্বশেষ চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন সম্পর্কে জানতে পারবেন এবং শিল্পের অত্যাধুনিক উন্নয়ন বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করতে পারবেন।

নতুন এবং উদ্ভাবনী চিকিৎসা ও ডায়াগনস্টিক পণ্যের ক্রমবর্ধমান চাহিদা, নতুন হাসপাতাল প্রকল্পের বৃদ্ধি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের সম্প্রসারণ ইত্যাদি বিষয় বাংলাদেশের স্বাস্থ্যসেবা বাজারকে পরিচালিত করছে। মেডিকেল ও ল্যাবরেটরি শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রদর্শনীটি বিশেষভাবে সাজানো হয়েছে। এ ছাড়া, প্রেগনেন্সি সমস্যায় ভুগছেন এমন মহিলাদের জন্য প্রদর্শনী দিনগুলিতে ১০ টিরও বেশি হাসপাতাল থেকে আগত অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনা মূল্যে কনসালটিং এবং আইভিএফ সংক্রান্ত পরামর্শের সুবিধা রয়েছে।

বাংলাদেশে মেডিকেল সফটওয়্যার প্রচার এবং উৎসাহিত করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতায় এবং প্রধান শিল্প বাণিজ্য সংস্থা গুলির সমর্থনে বাংলা মেড এক্সপো ২০২৪ বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত চিকিৎসা প্রযুক্তি প্রদর্শনী হবে বলে আশা করছেন আয়োজকেরা।

মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং শুরু

ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি

বিদেশ ভ্রমণের সময় সর্বোচ্চ মোবাইল খরচ ৩০ হাজার টাকা

টেকসই সরকারি ক্রয় বিষয়ে ব্যাপক সচেতনতার দাবি

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী পুনর্নির্বাচিত

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটসের ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন

অসত্য তথ্যের বিরুদ্ধে অবস্থান এমজিআইয়ের

ঈদ কেনাকাটায় সারার র্যাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা