বিজ্ঞপ্তি
গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আজ বুধবার মানিকগঞ্জ জোনের আওতায় জয়মন্ডপ সিংগাইর শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ।
কম্বল বিতরণের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ বলেন, ‘দেশব্যাপী শীতার্ত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে কম্বল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক। শুধু ঋণ সহায়তা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকবে গ্রামীণ ব্যাংক।’
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, ‘হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে।’