হোম > অর্থনীতি > করপোরেট

ইউসিবির পরিচালনা পর্ষদের সভায় মুনাফা ঘোষণা

বিজ্ঞপ্তি  

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদিত হয়েছে। বিশিষ্ট রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ইউসিবি চেয়ারম্যান শরীফ জহির পর্ষদের সভায় সভাপতিত্ব করেন।

তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব বিবরণী তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ, নিট মুনাফা ২৬২ কোটি টাকায় পৌঁছেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৯৯ কোটি টাকা বেশি।

পর্ষদ সভায় জানানো হয় যে, ইউসিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা থেকে বেড়ে ১.৭৫ টাকা হয়েছে, যেখানে শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৮.০৮ টাকা থেকে বেড়ে ২৯.৪৬ টাকা হয়েছে৷

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউসিবির মোট সম্পদের মূল্য ছিল ৭৪,৭৭৫ কোটি টাকা। ইউসিবির আমানত ৬ শতাংশ বেড়ে ৫৪,৪৩৯ কোটি টাকায় পৌঁছেছে এবং ঋণের পরিমাণ ১২ শতাংশ বেড়ে পেয়ে ৫৬,৭৬১ কোটি টাকা হয়েছে।

ইউসিবির ভাইস-চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান, এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

পরিচালনা পর্ষদ বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আসন্ন ত্রৈমাসিকে এই প্রবৃদ্ধি ধরে রাখার আহ্বান জানিয়ে উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন