হোম > অর্থনীতি > করপোরেট

গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগে স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৫

বিজ্ঞপ্তি

স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৫ শুরু হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। এ প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এবারের স্পোর্টসফেস্টে ২১টি ক্লাবের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশ নেবে। প্রতিযোগিতায় ১১টি ইভেন্ট থাকছে, যার মধ্যে রয়েছে— বাহু ক্রীড়া (আর্ম রেসলিং), ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, ৮ বল পুল, স্নুকার, টেবিল টেনিস ও টেনিস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সহ-সভাপতি ও আয়োজক কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ইফতেখার রহমান ও ক্লাবের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া গুলশান ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল কাদের অনু, বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম-সহ বিভিন্ন অতিথিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড ক্রীড়া উৎসবটি সফল করতে তাদের পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আয়োজকরা আশাবাদী, স্পোর্টসফেস্ট ‘উল্লাস’— ২০২৫ ক্রীড়াপ্রেমী ও প্রতিযোগীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।

জিপিএইচ টার্ফ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন

জারা জামান টেকনোলজির কর্মীদের ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ সফরে যুক্তরাজ্যের বাণিজ্যদূত: ইউনিলিভার বাংলাদেশের ঐতিহ্য উদ্‌যাপন

শেষ হলো কপিকলরব দশম পর্ব

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল ওয়ালটন হাই-টেক

মার্চে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল নগদ

এখন থেকে ‘মাই এমিরেটস পাস’ দিয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন বছরজুড়ে

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক আনল রিভো

বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইনস