হোম > অর্থনীতি > করপোরেট

মাইওয়ান গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগে আলমডাঙ্গায় বিনা মূল্যে চিকিৎসা সেবা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়ন পরিষদে দুস্থ রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ ও বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ সিআইপি’র উদ্যোগে সম্প্রতি এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

আইলহাঁস ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য ক্যাম্পেইনে ৩৮৯ জন রোগীকে বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এই সেবা পর্যায়ক্রমে চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে। প্রায় পাঁচ বছর ধরে চুয়াডাঙ্গাবাসীর স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য ‘ইউনিয়নভিত্তিক স্বাস্থ্য সেবা’ কার্যক্রম চালু হয়েছে।

এ বিষয়ে রাজ্জাক খান রাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার। সে লক্ষ্যকে সামনে রেখে এবং তার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আমি নেত্রীর নির্দেশে চুয়াডাঙ্গাবাসীর সার্বিক উন্নয়নে অবিরাম কাজ করে চলেছি। চুয়াডাঙ্গাবাসীর উন্নয়নকাজেরই একটি অংশ চুয়াডাঙ্গার প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন। প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।’

আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ক্যাম্পেইনে সেবা নিতে আসা একজন রোগী বলেন, ‘আমি অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, খরচের ভয়ে চিকিৎসা করাতেও যাইনি কখনো। ঘরে চাল থাকে না যেখানে সেখানে ওষুধ কেনা বিলাসিতা। এম এ রাজ্জাক খান রাজের এই মহান উদ্যোগে আমি নিজ গ্রামেই বিনা মূল্যে সকল প্রকার টেস্ট করিয়ে ডাক্তার দেখাতে পেরেছি।’

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন