হোম > অর্থনীতি > করপোরেট

ডাক বিভাগের মাধ্যমে পচনশীল দ্রব্য ডেলিভারি দিচ্ছে ‘একশপ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমে সারা দেশে পচনশীল দ্রব্য পরিবহন শুরু করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা মেইল প্রসেসিং সেন্টার থেকে প্রথম চালান চট্টগ্রামে পাঠানোর মধ্য দিয়ে এই সেবা চালু হয়। এ উপলক্ষে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে উপস্থিত ছিলেন মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক শাহ্ আলম ভূঁইয়া ও একশপ টিম লিড রেজওয়ানুল হক জামি।

শাহ্ আলম ভূঁইয়া বলেন, ‘পচনশীল দ্রব্য পরিবহনের মাধ্যমে ডাক বিভাগ এক নবদিগন্তের সূচনা করল। নব নির্মিত ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে চিলার চেম্বার রয়েছে। এর ফলে মাছ, মাংস, শাক সবজি, ফল মূল ইত্যাদি প্রেরণ করা যাবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখবে চিলার চেম্বার সংবলিত এসব আধুনিক মেইল প্রসেসিং সেন্টার।’

রেজওয়ানুল হক জামি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। ডাক বিভাগের এই সুবিধা যাতে সকল স্তরের উদ্যোক্তাদের কাজে লাগে সেই লক্ষ্যে কাজ করবে একশপ।’

তারা জানান, এই প্রক্রিয়ায় ডাক বিভাগ এবং একশপ যৌথভাবে কাজ করবে। বিক্রেতা থেকে পণ্য সংগ্রহ করে প্যাকেজিং করে কাউন্টারে উপস্থাপন করবে একশপ। এরপর এই পণ্য ডাক বিভাগের চ্যানেলের মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে অন্য প্রান্তের মেইল প্রসেসিং সেন্টারে। সেখান থেকে হোম ডেলিভারি সুবিধা একশপ প্রদান করবে। 

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ‘১৭ সেফটি স্ট্যান্ডার্ড’ প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

সেকশন