সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পেট্রোবাংলার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। গতকাল সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান রাজধানীর কাওরানবাজারের পেট্রোবাংলা ভবনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় পেট্রোবাংলার পরিচালকবৃন্দ ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সংস্থার কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।