Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি ও হাভাস পিআরের চুক্তি

বিজ্ঞপ্তি

ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি ও হাভাস পিআরের চুক্তি

ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসির সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পিআর। চুক্তি অনুযায়ী হাভাস পিআর ডিউ ডিজিটাল গ্লোবালকে এক্সক্লুসিভ জনসংযোগ পরিকল্পনা ও সমাধান দিতে যাচ্ছে। ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এবং হাভাস পিআর এই চুক্তি সাক্ষর অনুষ্ঠান সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। 

ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামিহা এহসান এবং হাভাস পিআরের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক চৌধুরী তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এবং হাভাস পিআরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এই চুক্তি প্রসঙ্গে সামিহা এহসান বলেন, ‘হাভাস পিআর অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ কোম্পানি, তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের জনসংযোগ প্রচেষ্টাকে আশা করি আরও উন্নত করতে পারব।’ 

মাজহারুল হক চৌধুরী বলেন, ‘ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া প্রসেস করে থাকে। আমরা তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমাদের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হব বলে আশা করছি।’ 

ডিউ ডিজিটালের ছয়টি দেশে ৩৫ টিরও বেশি কেন্দ্র রয়েছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ১.৫ মিলিয়নেরও বেশি ভিসা আবেদন সফলভাবে প্রক্রিয়া করেছে। ডিউ ডিজিটাল গ্লোবালের দক্ষতা এবং শক্তিশালী অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের কাজ করছে। যার মধ্যে রোমানিয়া, জর্জিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, মরক্কো এবং আরও অনেক দেশ রয়েছে। হাভাস পিআর অত্যন্ত সুনাম এবং দক্ষতার সঙ্গে তার ক্লায়েন্টদের বিজ্ঞাপন ও জনসংযোগ সেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ডিউ ডিজিটাল গ্লোবালের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে তাঁদের জনসংযোগ সেবা বাস্তবায়ন সম্ভব হবে।

ঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন শুরু

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘যাকাত ও ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন’ উদ্বোধন

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

হামদর্দের চিফ মোতোয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুনের জন্মদিন উদ্‌যাপিত

বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

তৃতীয় বছরে পা দিল ‘কই তে’ বাংলাদেশ

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্‌যাপন করল জিপি অ্যাক্সিলারেটর

বাটার ‘স্টারলাইট’ কালেকশনের সঙ্গে ঈদ উদ্‌যাপন হোক আরও জমজমাট

মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা