দুবাইয়ের আজমানে ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যবাহী এবং পাশ্চাত্য পোশাকের ফ্যাশন শোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করল ‘রুকাইয়াইসমাত ফ্যাশন ব্র্যান্ড’।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। দ্বিতীয়বারের মতো এ আয়োজনে অংশ নেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। এর মধ্যে আছেন—শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, পরিচালক রায়হান রাফি।
প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও অংশ নেন গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।
এই অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যবাহী এবং পাশ্চাত্য পোশাকের ফ্যাশন শো পরিচালনা এবং পরিবেশন করেন রুকাইয়া ইসমাতের ফ্যাশন ব্র্যান্ড। এই ফ্যাশন শোর মাধ্যমে ‘রুকাইয়াইসমাত ফ্যাশন ব্র্যান্ড’ হিসেবে আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করল।
ফ্যাশন উদ্যোক্তা, সমাজকর্মী ও সাংবাদিক এই তিন পেশাগত পরিচয়ের অধিকারী রুকাইয়া ইসমাত সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ক্যারিয়ার শুরু করেন। এ বছর ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল অন্যতম উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন রুকাইয়া।