Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

বিকাশ থেকে রিচার্জে ক্রিকেট বিশ্বকাপের টিকিট পেলেন ৬ গ্রাহক

বিজ্ঞপ্তি

বিকাশ থেকে রিচার্জে ক্রিকেট বিশ্বকাপের টিকিট পেলেন ৬ গ্রাহক

বিকাশ থেকে যেকোনো মোবাইল ফোন নম্বরে ৫০ অথবা ১০০ টাকা রিচার্জকারী ৬ গ্রাহক জিতলেন ভারতে গিয়ে মাঠে বসে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ দেখার টিকিট। সঙ্গে থাকছে বিমানে যাওয়া-আসা ও থাকার সুযোগ। ‘বিকাশ করলেই বিশ্বকাপ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে বেশিবার রিচার্জ করে তাঁরা বিজয়ী হয়েছে। 

আজ বৃহস্পতিবার মোবাইল ফোনে আর্থিক সেবা (এমএফএস) সেবা দেওয়া প্রতিষ্ঠান বিকাশের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কারের ভাউচার তুলে দেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী। এ সময় বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ গ্রাহকদের সরাসরি দেখার সুযোগ করে দিতে এই ক্যাম্পেইনটি শুরু করে বিকাশ। ২০ আগস্ট শুরু হওয়া এই অফারে সবচেয়ে বেশিবার বিকাশ থেকে যেকোনো মোবাইল ফোন নম্বরে ৫০ অথবা ১০০ টাকা রিচার্জকারী ৫ সপ্তাহে মোট ৪০ জন গ্রাহক পাচ্ছেন এই সুযোগ। 

প্রথম সপ্তাহের বিজয়ীরা হলেন মো. দাউদুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, আব্দুল্লাহ নাফিনুর, মো. জসিম উদ্দিন, মো. রুবেল হোসেন ও মো. রাসেদুল হাসান। 

ম্যাচ টিকিটের পাশাপাশি বিজয়ীরা পাবেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়া-আসার এয়ার টিকিট এবং দুই রাতের জন্য হোটেল বুকিং। ক্যাম্পেইনটি চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। একজন গ্রাহক পুরো ক্যাম্পেইন চলাকালে পুরস্কারের জন্য শুধুমাত্র একবারই বিবেচিত হবেন। 

বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টিকিটের জন্য সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকদের বিবেচনা করা হবে। অন্যদিকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিটের জন্য বিবেচনায় থাকবেন সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকেরা। 

বিকাশের মাধ্যমে রিচার্জের দৈনিক লিমিট ৫০ বার এবং মাসিক লিমিট ১৫০০ বার। 

প্রতি সপ্তাহের বিজয়ীদের সঙ্গে শুধুমাত্র বিকাশের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে (বিকাশ হেল্পলাইন ১৬২৪৭) সরাসরি যোগাযোগ করা হবে (সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে)। একাধিক গ্রাহক সমান সংখ্যক সর্বাধিক রিচার্জ করলে, দ্রুততম রিচার্জকারী বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। গ্রাহকেরা বিকাশ অ্যাপের মাধ্যমে অথবা *247# ডায়াল করে মোবাইল রিচার্জ করতে পারবেন।

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ’চয়েস’

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা ‘বীর’

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্‌যাপন

ভিসা কার্ডে ভারতে ব্যয় কমেছে বাংলাদেশিদের, বেড়েছে থাইল্যান্ডে

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস