বিজ্ঞপ্তি
বাংলাদেশে ডাভ শ্যাম্পুর একটি নতুন ভার্সন বাজারে এনেছে ইউনিলিভার। নতুন এই শ্যাম্পুতে রয়েছে চুলের ড্যামেজ রিপেয়ারের সলিউশন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার সম্প্রতি দর্শকদের উপস্থিতিতে ডাভের এই নতুন শ্যাম্পু উন্মোচন করেছেন।
উন্মোচন অনুষ্ঠানে ‘সেল্ফ ডাউট এবং সামাজিক স্টেরিওটাইপ অতিক্রম করা’র বিষয়ে একটি প্যানেল আলোচনাও হয়। এ সময় অভিনেত্রী বাঁধন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার জোহরা, ইউনিলিভারের বেশ কয়েক জন নারী ব্যবস্থাপক এবং বিভিন্ন স্কুলের তরুণ শিক্ষার্থীরা বক্তব্য দেয়।