Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে ইপিএল এক্সেসরিজ

বিজ্ঞপ্তি  

বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে ইপিএল এক্সেসরিজ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারাখানা স্থাপন করবে ইপিএল এক্সেসরিজ। ছবি: সংগৃহীত

বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রতিষ্ঠানটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে যার ফলে ৬১০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মনোয়ার হোসেন আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানটি ফোম, কার্টন, পলি, গাম টেপসহ বিভিন্ন ধরনের এক্সেসরিজ পণ্য তৈরি করবে। এ ছাড়া তাদের ফোম ও ফ্যাব্রিক ল্যামিনেশন, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারির সক্ষমতাও রয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধানমন্ডিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর উন্মোচন করল আড়ং

অপো এ৫ প্রো–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

অফুরন্ত অফারে ঈদ মানেই প্রিমিয়ার ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জন্য ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন!

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির